বলিউডের বাদশা শাহরুখ খান পাঠান এবং জওয়ান দুটি পরপর মুভিতে সাফল্য পেয়ে এবারে প্রাণ নাসের হুমকি পেয়েছেন। মহারাষ্ট্র সরকারের তরফ থেকে কড়া ভাবে নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। শাহরুখ এখন থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। পরপর দুটি ছবি মুক্তি পেয়েছে চলতি বছরের শাহরুখের। বক্স অফিসে হাজার কোটির অঙ্কেও নাম লিখিয়ে ফেলেছেন।
তবে কি এই সাফল্য তার প্রাণনাশের কারণ হয়ে দাঁড়ালো? সূত্র মার্কা জানা গিয়েছে পাঠান ছবির মুক্তির পরেই প্রাণনাশের হুমকি পেয়েছিলেন বলিউডের বাদশা সেই কারণেই তিনি এবারে বাই প্লাস সুরক্ষার অধীনে গেলেন এর আগে অবশ্য শাহরুখের নিরাপত্তার জন্য দুজন পুলিশ কনস্টেবল থাকতো।
হোয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তায় আরো বেশি জোর দেয়া হবে। শাহরুখের সঙ্গে ৬ জন কমান্ডো সহ মোট ১১ জন নিরাপত্তা রক্ষী থাকবে তাকে স্পেশাল গাড়ির দেয়া হবে। শাহরুখ খানের মন্নতের সামনে ২৪ ঘন্টা মোতায়েন করা হবে চারজন পুলিশ কর্মীকে। ছাড়াও থাকবে অনেক সশস্ত্র জিনিস শাহরুখ ছাড়াও বলিউডে অমিতাভ বচ্চন আমির খান সালমান খান অনুপম ফের রাও এক্স প্লাস ক্যাটাগরির আওতায় পড়েন।