বিভিন্ন জায়গায় স্টাডি ট্যুর সরকারি সফর। কমিটির চেয়ারম্যান বিধায়কীরা সাধারণত এ ধরনের ট্যুর করে থাকেন। কিন্তু ইদানিং দেখা গিয়েছে এই ধরনের টুরের কারণে প্রচুর পরিমাণে খরচা হচ্ছে। কিন্তু কেন? এর কারণ জানতে পেরে রীতিমত খেপে লাল বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
তিনি স্ট্যান্ডিং কমিটির সব কটি চেয়ারম্যান কে সতর্ক করে দিলেন। নিয়মের বাইরে গিয়ে কোন ধরনের স্টাডি ট্যুর করা যাবে না অযথা এরাম চলতে থাকলে করা শাস্তি পেতে হবে। আসল ব্যাপারটা কী? আসলে কোন জেলায় যেমন পুরুলিয়ার স্টাডিটোর পড়তে যাওয়ার কথা ১২ জনের সেখানে পৌঁছে গিয়েছেন ৫৪ জন সেক্ষেত্রে ৫৪ জনের ব্যবস্থা করতে খরচ বেশি হচ্ছে।
খোঁজ নিয়ে দেখা গিয়েছে, শুধু চেয়ারম্যান বা বিধায়করা নয় তাদের সঙ্গে স্টাডি ট্যুরে যাচ্ছেন তাদের স্ত্রী বন্ধু-বান্ধবরা ও তার ফলেই খরচা বেড়ে যাচ্ছে। এটা জানতে পেরে বিধানসভার স্পিকার জানালেন এরকমটা আর করা যাবে না।