ইদানিং টানা বৃষ্টি চলছে অন্যদিকে আবার জল ছেড়েছে ডিভিসি। তার জেরি বাংলার ৭ জেলায় বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে। রাজ্য প্রস্তুত সেই পরিস্থিতি মোকাবিলা করতে। এরই মাঝে রাজ্যের রাজ্যপাল সি বি আনন্দ বোস এক মাসের মুখ্যমন্ত্রীর বেতন ত্রান হবে দানের সিদ্ধান্ত নিলেন।
ঝাড়খন্ডে ভারী বৃষ্টি বর্ষণের জেরেই মাইথন প্যানচেট ড্যাম্প থেকে জল ছাড়া হয়েছে। রাজ্যে নিম্নচাপে জেরেই লাগাতার বৃষ্টি। বিপদের মুখে পড়েছে সাত জেলা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া বীরভূম। যা পরিস্থিতি তাতে কোনভাবেই বৃষ্টি কমার কোন রকম লক্ষণ নেই। আগামী ৫ ই অক্টোবর পর্যন্ত চলবে ভারী বর্ষণ।
নবান্ন সূত্রে খবর প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে ডাম্প থেকে। ডিবিসি জানিয়েছে অন্যদিকে আবার একদিনের দামোদর এবং বরাকর উপত্যকায় ভারী বৃষ্টি হওয়ায় সেই জল জমা হয়েছে মাইথনে এসে। ঝাড়খন্ডে তৈরি হওয়া নিম্নচাপের জেরই দফায় দফায় বৃষ্টি হচ্ছে এই রাজ্যে। গোটা পরিস্থিতির কথা মাথায় রেখেই রাজ্যপাল বেতন দানের কথা সিদ্ধান্ত নিয়েছেন।