কেউ জুতো হারালেন তো কেউ মোবাইল, কেউ আবার হারালেন মেজাজ! দিল্লিতে ধর্ণা দিতে গিয়ে যা যা খোয়ালেন তৃণমূল নেতার
সোমবার দিন দিল্লিতে একের পর এক হারানোর ঘটনায় রীতিমতো অবাক সবাই। এই রাজ্যের মন্ত্রী শাসকদলের নেতারা রাজঘাটে কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন। ভির হয়েছিল ঠিকই তবে হারিয়ে যাওয়ার মতন কিছু নয়। রাজ ঘাটের গান্ধী পাদদেশে সমাধিস্থল ছাড়ার জন্য তারা দিতে থাকে পুলিশ। তখনই মোবাইল ফোন হারিয়ে ফেলেন দুই সাংসদ।
এই ভিড়ে সবচেয়ে বেশি হারিয়েছে জুতো এবং চপ্পল। বিদ্যুৎ মন্ত্রী আরব বিশ্বাস এবং দমকল মন্ত্রী সুজিত বোস গান্ধীর পাদদেশে ফুল দিয়ে আসার পরেই দেখে তাদের জুতো নেই। এদিক-ওদিক জুতো খুঁজেও তারা পায়নি। অবশেষে খালি পাই গাড়ির দিকে রওনা হয়। অরূপ বিশ্বাস আবার বলেছে খালি পায়ে যাওয়ার সময় পুলিশের বুট তার পায়ের ওপর পড়ে পায়ে চোট পেয়েছেন।
নিজের কিছু যদিও হারায়নি, তবুও কিছুক্ষনের জন্য তিনি নিজেই হারিয়ে গিয়েছিলেন গোলাপ রব্বানী। তিনি পথ হারিয়ে ফেলেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে যখন মাঝপথে দলীয় কর্মসূচি বন্ধ করতে হয় তখন একাধিকবার মেজাজ হারাতে দেখা গিয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে।