দলের একাংশ ফের বিজেপি সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল। বিজেপির আরেক গোষ্ঠী এই প্রতিবাদে সামিল হলো। বাঁকুড়ার তালডাংরা বিজেপির গোষ্ঠী কোন্দলে উত্তেজিত হয়ে ওঠে। শেষে পুলিশের আয়ত্তে আসে পরিস্থিতি।
বিজেপি সাংসদ সুভাষ সরকার বহুদিন ধরে কর্মীদের রসের মুখে রয়েছেন। দলের একাংশই তার বিরুদ্ধে সরব বলছেন। এমনকি সাংসদ কে তালা বন্দী করে রাখার ঘটনাও ঘটেছিল। কুশো পুতুল পোড়ানো হয় সংসদের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
পাল্টা আক্রমণ ওঠে এই আক্রমণের বিরুদ্ধে। এলাকা দুই দলের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাংসদকে অফিসে আটকে রাখার অভিযোগ ওঠে। দীর্ঘক্ষণ এরাম চলার পরে সাংসদ পালিয়ে বাচেন।