২৪ শে সেপ্টেম্বর উদয়পুরে বিয়ের সেরে রাঘব চড্ডা এবং পরিনীতি চোপড়া দিল্লিতে ফিরেছেন। কিন্তু এখন নেট দুনিয়া জুড়ে শুধুই রাঘনীতির বিয়ের ছবি এবং ভিডিও। একই সঙ্গে নেট দুনিয়ায় আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভাংরা নাচছেন রাঘব চড্ডার সঙ্গে।
শুধু তিনিই নন তার সঙ্গে আবার পা মেলালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান। আর তা দেখেই রীতিমত সরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। রবিবার দিন গোধূলি লগ্নে উদয়পুরে বিয়ে শেরেছেন রাঘব এবং পরিনিতি। এই খবর পাওয়া মাত্রই সকলেই উদগ্রীব হয়েছিলেন বর এবং কনেকে দেখার জন্য। বিয়ের পরের দিন অর্থাৎ সোমবার লীনা প্যালেস ছাড়েন রাঘব এবং পরিণতি।
গোলাপি রঙের চূড়ার সঙ্গে ম্যাচ করে গোলাপি রঙের টপ এবং পঞ্চ আর জিন্স পড়েছিলেন আর অন্যদিকে রাঘব ক্যাজুয়াল টি শার্ট পড়েছিলেন। পরিনীতি অবশ্যই দিল্লি পৌঁছতেই হলুদ রঙের চুরিদারের সাজেন এবং রাঘবে পরনে ছিল পাঞ্জাবি এবং হাফ কোট। আগামী ৩০ শে সেপ্টেম্বর তাদের রিসেপশন হওয়ার কথা রয়েছে প্রথমটি হবে চন্ডিগড়েই এবং দ্বিতীয়টি দিল্লিতে হওয়ার কথা রয়েছে।