সোমবার কেন্দ্রীয় সভার বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বসেছিল। সূত্রের মারফত খবর সেখানে কেন্দ্রীয় মন্ত্রিসভা মহিলা সংরক্ষণ বিলে ছাড়পত্র দিয়েছে। যদিও বৈঠক শেষে এ বিষয়ে মুখ খোলেননি কেন্দ্র সভার কেউই। এই বিল পাস হলে কেন্দ্রীয় এবং রাজ্য বিধানসভা মিলিয়ে মহিলাদের জন্য মোট ৩৩ টি আসন সংরক্ষিত থাকবে।
কেন্দ্র জানিয়েছে রবিবার পাঁচ দিনের অধিবেশনে ঠিক কোন কোন বিল পাস করা হচ্ছে। খুবই তাৎপর্যপূর্ণভাবে কমিশনার নিয়োগ বিলটি এই অধিবেশনের আটটি বিলের মধ্যে নেই। সোমবারের অধিবেশনে প্রথমেই বক্তৃতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জাতীয় কংগ্রেসের সংসদের প্রধান সোনিয়া জানান এই বিল কে তারা সমর্থন করেছেন। তবে এই বিল বাস্তবায়িত ভাবে কবে পাস হবে তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তবে সংবিধান বিশেষজ্ঞের একাংশের মতে ২০২৯ এর আগে এই বিল পাস করানোর আশা কোনভাবেই দেখা যাচ্ছে না।