বিজেপি বিরোধী জোট ইন্ডিয়াকে নিয়ে সিপিএম যে আলোচনা আগে শুরু করেছিল তা জানা গিয়েছিল। এ রবিবার দুদিনের পলিটবুড়োর বৈঠক শেষে সাব জানিয়ে দিল সিপিএম তারা ইন্ডিয়া জোটে আছে। তবে তারা জোটের সমন্বয় কমিটিতে নেই এবং থাকতেও চায় না।
এই কমিটির ১৪ নম্বর জায়গা ফাকা ছিল সিপিএমের জন্য। তারা পরে জানাবেন বলে জানিয়েছিলেন এখন জানিয়ে দিলেন। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক জোটে থাকবেন না। সিপিএম জানিয়ে দিয়েছে তারা ইন্ডিয়ার জোটে থাকবেন তারাও চায় বিজেপিদেরকে হটাতে।
সিপিএম কেন্দ্রীয়ভাবে আসন বোঝাপড়ার বিপক্ষে। এই দলের সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি একাধিকবার বলেছেন আসন সমঝোতা কেন্দ্রীয়ভাবে হতে পারে না তার সম্পূর্ণ রাজ্য ভিত্তিক। সেই কারণেই বাস্তবিকতার উপর ভিত্তি করেই দাঁড়িয়ে জাতীয় কোন পরিকাঠামোতে থাকা তাদের পক্ষে অসম্ভব।