মাত্র ১৪ বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল অম্বিকার ১৮ তে হয়ে গিয়েছিলেন দুই সন্তানের মা তবুও নিজের লক্ষ্য থেকে সরে যাননি। লক্ষ্য ছিল একজন পুলিশ আধিকারিক হওয়া। তারপর তিনি আইপিএস হয়েই ছেড়েছেন। ১৪ বছর বয়সে তার বিয়ে হয় একজন পুলিশ কনস্টেবল এর সঙ্গে তারপর থেকে তিনি প্রচুর লড়াই করেছেন। কিন্তু তার পাশে ছিলেন তার স্বামী।
অম্বিকার জীবন থেকে কেড়ে নিয়েছিল বাল্যবিবাহের জন্য অনেক কিছু। কিন্তু তিনি তার কপাল কে দোষারোপ না করে নিজের লোকের পথে এগিয়ে গিয়েছেন। একবার তিনি স্বামীর প্রজাতন্ত্র দিবসে কুচকাবাজ দেখতে গিয়েছিলেন আর সেখানেই তিনি দেখেছিলেন বড় বড় পুলিশ অফিসারদের ঠিক কতটা সম্মান দেয়া হয় তারপরে তার মাথায় গেঁথে গিয়েছিল তিনি আইপিএস অফিসারই হবেন।
দুই সন্তানকে নিয়ে তার পড়াশোনা করা কঠিন ছিল। তাই তিনি ডিস্টেন্সে পড়াশোনা করা শুরু করেন। তারপর তিনি একাদশ দ্বাদশ পাশ করে স্নাতকোত্তর পাস করার পরে তিনি সিভিল সার্ভিসের জন্য পড়াশোনা শুরু করেন। তিনবার তিনি ব্যর্থ হন এই পরীক্ষায় তারপর স্বামীর কাছে আর একবার সময় নিয়ে যে ছেলের নিজেকে প্রমাণ করার চতুর্থ বারেই তিনি প্রিলিন্স ইন্টারভিউ তে পাশ করে ২০০৮ সালে আইপিএস অফিসার হন।