দেখতে দেখতে পুজো এসেই গেল আর পূজো। আশা মানেই সবাই আমরা অপেক্ষা করে থাকি মহালয়ার দিনের জন্য। ৮ থেকে আশি সকলেই অপেক্ষা করে থাকি মহালয়ার দিন দেবীবরণ দেখার জন্য।
তাই সকল দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রত্যেকটি চ্যানেল কর্তৃপক্ষই তাদের নিজেদের সেরাটা দেবার চেষ্টা করে মহালয়ার দিন দেবী বরণের মাধ্যমে। প্রত্যেক বছরের মতন এ বছরও জি বাংলা নিয়ে এসেছে কিছু বিশেষ চমক।
মহালয়ার দিন নব পত্রিকায় দেবীবরণ আসছে জি বাংলায় দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে মহালয়ার দিন ঠিক ভোর পাঁচটায় জি বাংলায়। মায়ের বিভিন্ন রূপ দেখা যাবে এখানে। আর সব শেষে হবে অসুর বধ।