ভারতের ইউপিএসসিকে সবচেয়ে কঠিনতম পরীক্ষার মধ্যে একটি ধরা হয়। প্রতিবছর লাখ লাখ ছেলে মেয়ে এই পরীক্ষায় বসে। কিন্তু উত্তীর্ণ হয় মাত্র কয়েকজন। এমন পরিস্থিতি অতি দরিদ্র ঘর থেকে আসা পরীক্ষার্থীতে উত্তীর্ণ হওয়া সত্যিই অনেক কঠিন হয়ে যায়।
মহারাষ্ট্রের শোলপুর জেলার মহা গাওয়ের এক বাসিন্দা রমেশ গোলক জন্ম হওয়ার পর থেকেই দেখেছে তার পরিবারের দারিদ্রতা। অনেকদিন কেটেছে পেটে ক্ষুধা নিয়ে। তার ওপর বাবার নেশা ভান করার প্রবণতা এতটাই বেশি ছিল যে ছেলে মেয়েদের পেটের খুদা তার চোখে পড়তো না। তারপর থেকেই রমেশের মা চুরি বিক্রি করতে শুরু করেন। ছোট থেকেই লেখাপড়ার প্রতি আগ্রহ ছিল প্রখর। শিক্ষকেরা খুবই সাহায্য করতেন।
রমেশ ২০১০ সালে প্রথম ইউপিএসসি পরীক্ষা দেয় কিন্তু উত্তীর্ণ হওয়ার নেই তারপর থেকে তার মনে জেদ চেপে যায় যে করে হোক তাকে উত্তীর্ণ হতেই হবে। ২০১২ সালে ২৮৭ নম্বর থেকে চুরি বিক্রেতার ছেলে ইউ পি এস সি পাস করেন।