ভারতের ইউপিএসসিকে সবচেয়ে কঠিনতম পরীক্ষার মধ্যে একটি ধরা হয়। প্রতিবছর লাখ লাখ ছেলে মেয়ে এই পরীক্ষায় বসে। কিন্তু উত্তীর্ণ হয় মাত্র কয়েকজন। এমন পরিস্থিতি অতি দরিদ্র ঘর থেকে আসা পরীক্ষার্থীতে উত্তীর্ণ হওয়া সত্যিই অনেক কঠিন হয়ে যায়।
কেরলের তপশিলি উপজাতির এক কন্যা শ্রীধর না সুরে ২০১৬ সালে মাস্টার্স শেষ করে ইউপিএসসি পরীক্ষায় বসেন কিন্তু ব্যর্থ হন আবারও তিনি 2017 সালের চেষ্টা করেন তখনও ব্যর্থ হন ২০১৮ সালে তিনি চারশ দশ নম্বর রেংক করে ইউপিএসসি পাশ করে আইএএস হন।
তিনি আর্ক ইন্টারভিউতে জানিয়েছেন যতই কঠিন সময় আসুক না কেন নিজেদেরকে হাল ছাড়া উচিত নয় একদিন কঠিন সময় পেরিয়ে ভালো সময় সকলেরই আসবেই যদি কারো চেষ্টা থাকে।