ভারত দিল্লির জি ২০ বৈঠকে এক অসাধ্য কাজ করে ফেলল। ভারত আয়োজক দেশ হিসাবে দিল্লির ঘোষণাপত্রে সম্মতি জানালো শীর্ষ সম্মেলনে উপস্থিত প্রতিটি সদস্য রাষ্ট্র। মনে করা হচ্ছে আগামী ২৪ ঘন্টাতেও এই ঐক্যের সুর থাকবে। অর্থাৎ রবিবার বৈঠক শেষের যৌথ ঘোষণা পত্রে কিছু বেসুর হবে না।
বিশ্বের সুস্বাস্থ্য উন্নয়ন এবং শান্তির লক্ষ্যে আমেরিকা চীন এবং রাশিয়ারও কোন বেগতিক দেখা যাবে না। এই ঘটনাকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঐক্যের খবর পেয়ে তিনি জানান খুবই ভালো খবর তিনি পেয়েছেন। এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী ভারতের শেরপা অমিতাভ কান্ত মন্ত্রী এবং অন্যান্য সহযোগীদের ধন্যবাদ জানিয়েছেন।
সুস্বাস্থ্য এবং শান্তি বজয়ের জন্য দেশগুলি এক হয়েছে। এই ঘোষণা পত্রে সাওয়াল তোলা হয়েছে বহুমুখী এবং বৈষম্যহীন বাণিজ্যের পক্ষেও। এমনকি ওই ঘোষণাপত্র বলা কোনভাবেই এই মুহূর্তে কোনরকম যুদ্ধ নয়।