১৯৬২ সালে তৈরি হওয়া ভারত চীন যুদ্ধে শুধুমাত্র দেশের সমীকরণে বদলে দেয়নি বদলে দিয়েছে অনেকের ব্যক্তিগত জীবনের সমীকরণ ও। তাদেরই মধ্যে একজন হল রতন টাটা। ভারত ও চীনের যুদ্ধ বদলে দিয়েছে তার জীবন। নইলে অন্য খাতে বইতো তার জীবনের সমীকরণ।
এক সাক্ষাৎকারে নতুন ডাটা জানিয়েছিলেন পড়ার সময় তিনি একটি চাকরি পেয়েছিলেন আর তখন তার জীবনের প্রবেশ করেছিল এক প্রেম। প্রেমের মায়া এতটাই ছিল যে তা পৌঁছেছিল বিয়ে অবদি। সংসারী হওয়ার কথা ভেবেছিলেন। তার সাথে তিনি ভেবেছিলেন তার অসুস্থ ঠাকুমাকে দেখতে তিনি দেশে ফিরবেন একইসঙ্গে।
ঘটনাচক্রে তিনি ফিরে আসেন দেশে ভেবেছিলেন তার সঙ্গে তার ভালোবাসার মানুষও আসবে কিন্তু ভারত ও চীনের যুদ্ধ শুরু হওয়ায় তার বাবা-মা আর ছাড়তে রাজি হয়নি। তাই তারপর থেকে তিনি তার ব্যবসার দিক থেকে সাম্রাজ্য বাড়িয়েছেন শুধু ভারতে নয় ভারতের বাইরে ও তিনি শ্রদ্ধা কুরিয়েছেন। এই ভাবেই তার জীবন চলেছে।