বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি ২০ শীর্ষ বৈঠকে যোগ দিতে নয়া দিল্লিতে আসছেন। দিপাক্ষিক পার্শ্ব বৈঠকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সেই দিনকেই। এ কথা জানিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী একে আব্দুল মোমেন বৃহস্পতিবার দিন ঢাকায়।
এই বৈঠকে তিনটি সমঝোতা পূর্ণ সই হতে চলেছে। তিনি জানান,” বাংলাদেশী এবং ভারতীয় টাকার লেনদেন সুগম করা, কৃষি খাতে গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয় তিনটি সমঝোতা পত্র সই হতে পারে।” সেই সঙ্গে রেল এবং বিদ্যুতের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন হতে পারে।
নয়া দিল্লিতে আগামী ৯ এবং ১০ই সেপ্টেম্বর জি ২০ র বৈঠকের আসর বসতে চলেছে। এবার এই সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সদস্য না হলেও বাংলাদেশ আমন্ত্রণপত্র পেয়েছে এই সম্মেলনের। বাংলাদেশের বিদেশ মন্ত্রী মোমেন জানিয়েছেন শুক্রবার প্রধানমন্ত্রী হাসিনা দুপুরে ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন।