শরীর রীতিমত অসুস্থ হয়ে যাচ্ছে। একদিন দিন রোগা হয়ে যাচ্ছেন। দিল্লির তেহার জেল থেকে আসানসোলে ফেরার অনুরোধ করলো কেষ্ট অর্থাৎ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। একই আবেদন তার দেহরক্ষীরও। যদিও এই আবেদনে আদালত বিন্দুমাত্র পাত্তা দেয়নি। তার ফলের শুনানি শুনতে হবে দিল্লির আদালতেই।
তাই অনুব্রত কে বাংলায় ফিরতে হলে এখনো অপেক্ষা করতে হবে বেশ কিছু সময়। তাকিয়ে বসে থাকতে হবে বিচারকদের রায়ের দিকেই। গরু পাচার মামলায় আটাশে জুলাই অনুব্রত মণ্ডল কে দিল্লির তেহার জেলে স্থানান্তরিত করা হয়েছিল।
উল্লেখ্য অনুব্রতর পাশাপাশি তিহার জেলে এখন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল এবং দেহরক্ষী সহগোল হোসেন তিহার জেলে রয়েছেন। এই একই মামলায় গ্রেফতার হয়েছেন বিএসএফ কমান্ড সতীশ কুমার এবং এনামুল হক।