স্টার জলসার পর্দায় সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি ধারাবাহিক হলো কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ।কমলার তৈরি করা এই স্কুল গ্রামের পন্ডিত মশাইরা কিছুতেই মেনে নিতে পারছে না সেই জন্যই এসেছে স্কুল ভেঙে দেওয়ার জন্য। কিন্তু তখনই কমলা রুখে দাঁড়ালো তাদের বিরুদ্ধে তার সঙ্গে হাত মিলিয়ে স্কুলের বাকি মেয়েরা এমনকি কমলার দিদি শাশুড়ি ও পাশে থাকলো।
সেই জন্যই পন্ডিত মশাইদের সঙ্গে লড়াই করতে হবে জ্ঞানের কমলাকে। তাই সেই জ্ঞানের আসরে যাওয়ার আগে কমলাকে তার শাশুড়ি মা এবং দিদি শাশুড়ি সবাই আশীর্বাদ দিয়ে সেই আসরে পাঠাচ্ছে।
সেই আসরে কমলা জিতে এসেছে হেরে গিয়েছে পন্ডিতমশাই তাই তার মুখে কালি লেপে দেওয়া হয়েছে। এমনকি কমলা তাকে বলেছে সে যেন গ্রামের কোন মানুষকেই বিধান না দেন।