কলকাতা পুলিশের দুটি কম্পিউটার বাজেয়াপ্ত করেছে লিপস এন্ড বাউন্সের। ওই সংস্থার এক কর্মী শুক্রবার দিন EDর বিরুদ্ধে লালবাজারে অভিযোগ জানিয়েছেন আর তারপরেই পুলিশ বাজেয়াপ্ত করেছে কম্পিউটার দুটি। এই কোম্পানির একজন কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল ই ডি তল্লাশি চালানোর পর তিনি দেখেছেন দুটি অচেনা ফাইল ডাউনলোড করা।
তারপরে তিনি লাল বাজারে অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ 16 টি মাইক্রোসফট এক্সেল এ ফাইল ডাউনলোড করা হয়েছে। পুলিশ জানিয়েছেন এই ফাইল গুলি এডির তরফ থেকে ডাউনলোড করা হয়েছে। এই মর্মে প্রাথমিকভাবে কম্পিউটার দুটি নিয়ে আসা হয়েছে।
সোমবার দিন প্রায় ১৮ ঘণ্টা তল্লাশি চালায়। এডির সূত্র মারফত খবর এই কোম্পানিতে উচ্চ পদে কাজ করতেন কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র। তল্লাশীর পর চন্দনের মোবাইল ও বাজেয়াপ্ত করা হয়েছে। ২১ আগস্ট এর পর পুরোটাই কম্পিউটার উপর নিয়ন্ত্রণ করছিল ই ডি। সেই সময় কিছু ফাইল ডাউনলোড করা নেয় বলে জানানো হচ্ছে।