এখন থেকে শিবশক্তি চন্দ্র যান তিনের অবতরণ স্থল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্রীস থেকে ফিরেই শনিবার দিন ইসরোর দপ্তরে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি এই ঘোষণা করেন। ২০১৯ সালের চন্দ্রযান ২ চাঁদের যে জায়গায় ভেঙে গিয়েছিল সেই জায়গার নামকরণ করে তিনি। ২৩ আগস্ট তিনি জাতীয় মহাকাশ দিবস হিসাবে ঘোষণা করেছেন।
বিজ্ঞানের জয়গান গাইতে শোনা গেল শনিবার প্রধানমন্ত্রী কে। ইসরোর বিজ্ঞানীদের কাহিনী বলতে গিয়ে তার চোখে জল চলে আসে। এমনকি তিনি কথা বলতে বলতে বারবার কান্নায় ভেঙে পড়েন। তিনি ইসরোর বিজ্ঞানীদের ধৈর্য পরিশ্রমকে যথেষ্ট সম্মান জানিয়েছেন।
চন্দ্রযান দিন বিক্রম লেভেন্ডার অবতরণ করেছে ২৩ শে অক্টোবর ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ছটা চার মিনিটে। শেষ লগ্নে অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী প্রথম দিকে বাকি ভারতবাসীর মতো নিয়ে তারও মুখে উদ্বেগ দেখা গিয়েছিল পরে চন্দ্রযান ৩ তাদের দক্ষিণ মেরুতে পৌঁছাতে তার মুখে হাসি ফোটে এবং ভারতের পতাকা তিনি দোলাতে থাকেন।