দেশের আইন সংশোধনের পথে কেন্দ্র সরকার স্বাধীনতার 76 বছর পরে। স্বাধীনতার পর স্বদেশী আইনে কিভাবে দেশ শাসিত হবে, দেশের প্রাকৃতিক খনিজ ও মানব সম্পদের সমন্বয় কিভাবে ভারতবর্ষ গড়ে উঠবে তার খসড়া অনেক দিন আগেই হয়ে গিয়েছিল। আর তা করে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এই খসড়াই ছিল তার প্ল্যানিং কমিশনের মূল ভিত্তি। সেই খসরা সবরা রয়েছে লন্ডনের অর্কাইডে। প্রতিলিপিগুলি এক এক করে জোগাড় করে দেশে আনার কাজ করছে তার তৈরি ফরওয়ার্ড ব্লক।
সবকিছু ঠিকঠাক মতন থাকলে তার জন্মদিনের দিনই তার দল প্রকাশ্যে আনতে পারবে। ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিদের মধ্যে এই মুহূর্তে একজন রয়েছে লন্ডনে। তিনি কাজ করে চলেছেন প্রতিলিপিগুলি এক এক করে বঙ্গে আনার। যেসব জিনিস হাতে এসেছে তার মধ্যে অন্যতম হলো ১৯৪৫ সালে ১৯শে ডিসেম্বর রেডিওতে আজাদ হিন্দ নিয়ে যেয়ে বার্তা দেওয়া হয়েছিল। চিরকুটের আকারে সেই বার্তা সামনে আনছে ফরওয়ার্ড ব্লক।
দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানান দেশের সমস্ত সম্পদ নিয়ে কিভাবে গড়ে উঠবে তার প্রতিলিপি আগে থেকেই গড়ে দিয়ে গেছিলেন নেতাজি। সেইসব নথি আসার আগেই দুর্গাপুজোর মুখেই তার ফরওয়ার্ড ব্লক দল দুষ্প্রাপ্য ছবির প্রদর্শনী করবে কলকাতাতে।