সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি ওএমজি ২। এই ছবি মুক্তির আগেই অনেক বিতর্ক চলেছিল। সেন্সর বোর্ডের তরফ থেকে বহু জায়গাতে কাচি চালানো হয়েছে। কিন্তু তারপরও ছবি মুক্তির পরে দর্শকদের খুবই ভালো লেগেছে। বক্স অফিসে লাভ হয়েছে ভালো মতনই। 80 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে আয় এই ছবির। ইতিমধ্যেই অনেক জায়গাতেই চর্চা হয়েছে ও এম জি টু এর আয়ের বাজেট নিয়ে। ছবি মুক্তির পরে এক নতুন তথ্য প্রকাশ্যে এসেছে।
এই ছবির প্রযোজক অজিত অন্ধ্রে। এই ছবির বিনিময় অক্ষয় একটা টাকাও পারিশ্রমিক নেন নি। প্রযোজক এক সাক্ষাৎকারে বলেন,” অক্ষয় এই ছবির জন্য কোন পারিশ্রমিক নেন নি। উল্টে বরং তিনি এগিয়ে এসেছেন। প্রযোজক হিসাবে সাহায্য করেছেন।” অক্ষয়ের সঙ্গে তিনি এর আগেও অনেক কাজ করেছেন।
এই ছবিটা কাজ করা সত্ত্বেও এখনো এই ছবিটি দেখে উঠতে পারেননি ওএমজি ২ এর অন্যতম অভিনেতা আড়ুশ বর্মা। সেন্সর বোর্ডের তরফ থেকে যে এ শংসাপত্র নির্দেশ দেওয়া হয়েছে তাতে তিনি পিটিশন তৈরি করেছেন।