উত্তরপ্রদেশ এবং দিল্লির নির্বাচনে কংগ্রেস হাতেগোনা কিছু আসনেই লড়তে চলেছে। তারা অবশ্য বিরোধী জোট ইন্ডিয়ার স্বার্থে এই দুই রাজ্যের অধিকাংশ আসন সমাজবাদী পার্টি এসপি এবং আম আদমি পার্টি অর্থাৎ আপকে ছেড়ে দিতে চাইছে। আবার একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জোটে আগ্রহী নেতাদের প্রদেশ কংগ্রেসের আসনে বসানো হবে।
অরবিন্দ কেজরিওয়ালের সরকারের বিরুদ্ধে কংগ্রেস সভাপতি অনিল চৌধুরী নেতৃত্বে কংগ্রেস আবগারি দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন করেছিল। সেই দুর্নীতিতেই মনির সৌদিয়া তিহার এখনো জেলে বন্দি। দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে সমঝোতার আগে অনি চৌধুরীকে প্রদেশের সভাপতির পর থেকে সরিয়ে প্রথম সভাপতি দেবেন্দ্র যাদব কে নতুন সভাপতি করার কথা ভাবছে।
রাহুল গান্ধী বুধবার দিনই বাকিদের মতামত জেনে নিয়েছেন। কংগ্রেসের সভাপতি মল্লিকার জনগণকে কংগ্রেসের মহিলা সম্মেলনে গিয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন নরেন্দ্র মোদির ইন্ডিয়া নিয়ে কান্নাকাটি শুরু করেছেন। তিনি আকাশে নাকি চিল উড়লেও বলছেন মহিষ উড়ছে। এতটাই বারম্বর। কঙ্গের বার্তা মোদির উদ্দেশ্যে কান্নাকাটি না করে লড়ুন।