দক্ষিণী, হিন্দি, ইংরেজি ছবির প্রতিযোগিতার মধ্যে বাংলা সিনেমার টিকে থাকা প্রশ্নবিদ্ধ। কম বাজেটের বা ছোট মাপের বাংলা ছবি বেশিদিন সিনেমা হলে চলে না। সম্প্রতি স্বাধীনতা দিবসে দুটি হিন্দি ও দুটি বাংলা ছবি মুক্তি পেলেও টিকিট বিক্রি না হওয়ায় তিন দিন পর প্রেক্ষাগৃহ থেকে একটি বাংলা ছবি তুলে নেওয়া হয়।
বড় তারকাদের ছবির তুলনায় ছোট ছবির বাজারদর কমছে বলে মনে হচ্ছে। ইন্ডাস্ট্রিতে দুই ধরনের ফিল্ম তৈরি হচ্ছে, হয় বড় তারকাকে ফিচার করা অথবা দর্শকদের আকৃষ্ট করার জন্য ফিল্মটিকে অনন্যভাবে উপস্থাপন করা। রাজ চক্রবর্তী এবং অভিনেতা দেব সহ পরিচালক-প্রযোজকরা এই পদ্ধতি অনুসরণ করছেন।
সম্প্রতি ‘এসভিএফ’-এর সঙ্গে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন দেব। তিনি প্রযোজনা সংস্থা এসভিএফ-এর সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এবং তাদের ছবিতে সাফল্য পেয়েছেন, তিনি সাত বছর আগে নিজের প্রযোজনা সংস্থা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন।