এবারে আর চেনা দিনে নয় ২০২৪ এর বইমেলা শুরু হতে চলেছে নির্ধারিত সময়ের বেশ কিছুদিন আগেই। এক বিজ্ঞপ্তি জানানো হয়েছে পাবলিশার্স এন্ড বুক সেলাস গিল্ডের তরফ থেকে, ২০২৪ এর বইমেলা উদ্বোধন হবে ১৮ই জানুয়ারি। ৩১ শে জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। সাধারণত এই বইমেলা শুরু হয় জানুয়ারি মাসের শেষের দিকে।
এই বইমেলাকে কেন এগিয়ে নিয়ে আসা হলো? পাবলিশার্স এন্ড বুক সেলস গিল্ডের তরফে সংস্কারক বুক প্রমোশন আহ্বান করেন শুভঙ্কর দে সংবাদমাধ্যমে জানান ২০২৪ এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দুটিকে এগিয়ে আনা হয়েছে। বইমেলাকে এই পরীক্ষার দিনগুলি থেকে আলাদা করার জন্যই এমন বিবেচনা।
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার শুরু হবে দুই ফেব্রুয়ারি থেকে। উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৬ই ফেব্রুয়ারি থেকে। ঠিক এই কারণে জনে যথাযথ সময়ের আগেই বইমেলা শুরু হতে চলেছে।