স্টার জলসার রামপ্রসাদ ধারাবাহিকটি সম্পূর্ণ অন্যরকম একটি ধারাবাহিক।রামপ্রসাদ কলকাতা এসেছে আর সেখানকার জমিদাররা তাকে আহ্বান জানিয়েছে গান শোনানোর জন্য। সেখানে রামপ্রসাদ উপস্থিত হয়েছে অনেক সাহেবরাও সেখানে ছিলেন। কিন্তু তারা সূরা পান করতে করতে মায়ের গান শুনবেন বলে রামপ্রসাদ তাতে আপত্তি জানান। রামপ্রসাদ কখনোই মায়ের অভক্তি করতে পারবে না বলে জানিয়ে দেয়।
রামপ্রসাদ ও রাজলক্ষ্মী বনের জঙ্গল দিয়ে যাচ্ছে কিন্তু রামপ্রসাদের বারে বারেই মনে হচ্ছে কেউ যেন তাদেরকে অনুসরণ করছে অন্যদিকে আবার সর্বানিকে পিছন থেকে কেউ একজন ধাক্কা মারলো বলে বসে পড়েছে। তারপরে সর্বনি দেখে তার হাতের শাখা ভেঙে গিয়েছে।
রামপ্রসাদের বাড়িতে চাষীরা এসেছে। তারা ভিটেমাটি হারা হয়ে গেছে বলে কান্নাকাটি করছে। ঠিক তখনই রামপ্রসাদের বাবার সাহায্য করবে বলে, পয়সা দিতে যাবে কিন্তু রামপ্রসাদের দাদা বলে কত পয়সা দিয়ে সাহায্য করবে আর রামপ্রসাদ তখন বলে সর্বানিকে সে যা বেতন এনেছে তা যেন তাদের মধ্যে বিলিয়ে দেয় আর সঙ্গেও বলে সাধক হলে এই দুটো পয়সা তার কোন দরকার নেই।