সুগম হল রাহুল গান্ধীর সংসদ পদ ফেরত পাওয়া সুপ্রিম কোর্টের দৌলতে। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই উঠে এলো আরো একটা প্রশ্ন। কবে ফেরত পাবেন সংসদ পদ রাহুল গান্ধী বাদল অধিবেশন চলতে চলতেই কি তবে তার মধ্যে? এভাবেই উঠে এসেছে অনেক প্রশ্ন। মোদি পদ অবমাননা মামলায় সুরাত আদালতে দুঃসাব বস্তুর রাহুলকে দেওয়া দু বছরের মামলায় সুপ্রিম কোর্ট এবারে স্থগিতাদেশ দিল।
এই সিদ্ধান্তের পরে চলবে আর চার দিনের অধিবেশন। ১০ই আগস্ট বাদল অধিবেশনের শেষ দিন। আর তার আগেই ৮ ই আগস্ট মোদির অবমাননার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে বিরোধী দলগুলি ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই সেই দলে উপস্থিত থেকে মোদির বিরুদ্ধে ভাষণ দেবেন কিনা রাহুল গান্ধী তা নিয়ে উঠেছে প্রশ্ন। শুক্রবার রাহুলের শাস্ত্রী শহীদাদের দেওয়ার পরে স্পিকার এর কাছে রাহুলের পথ ফিরিয়ে দেওয়ার জন্য দাবি উঠেছে।
এমনকি লোকসভার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও বলেছেন রাহুল জির সংসদ পদ ফিরিয়ে দেওয়ার জন্য। সমস্তটাই রয়েছে স্পিকার ওম বিড়লার হাতে। অনেকেই মনে করছেন মোদির বিরুদ্ধে আনা প্রস্তাব সংসদে রাহুলের উপস্থিতি ইন্ডিয়াকে আরো জোর বাড়িয়ে দেবে।