আগামী লোকসভা ভোটে বিজেপি ইভিএম বিভ্রাট ঘটাতে পারে এমনটাই মনে করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তিনি মুখ হলেন বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে। তিনি দাবি করেছেন এই নিয়ে বিজেপি কিছু ছক করছে তা তিনি আশঙ্কা করতে পেরেছেন। তবে এই বিষয়টি নিয়ে আগামী ইন্ডিয়া জোটে আলোচনা করা হবে বলে তিনি জানান।
২০২৪ সালের লোকসভা ভোটে জেতার জন্য বিজেপি ইভিএম মেশিন হ্যাক করার কথা মনে করছে। নবান্নে এই দিন বৈঠকে তিনি একাধিক প্রকল্পের শিলা বিন্যাস করেছেন। আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, ” ওরা এখন থেকেই পরিকল্পনা করছে। ইভিএম হ্যাক করার নানারকম ব্যবস্থা করেছে। আমাদের কাছে খবর এসেছে। কিছু প্রমাণ পেয়েছি। ইন্ডিয়ার পরবর্তী বৈঠকে এই নিয়ে আলোচনা করা হবে।”
যদিও এর আগেও কংগ্রেসের নেতার রাহুল গান্ধী বিজেপির হ্যাকিং এর বিরুদ্ধে সরব হয়েছিলেন। ২০১৯ সালে বিজেপির ইভিএম নিয়ে কারচুপি প্রকাশ করেছিলেন। ২০২৪ শে আবার সেই আশঙ্কায় করছে তৃণমূল নেত্রী এই নিয়ে বৈঠক হবে ইন্ডিয়ার পরবর্তী বৈঠকে তিনি সেটা সাফ জানিয়ে দিলেন।