2022 সাল এমনিতেই অক্ষয় কুমারের খুবই মন্দ কেটেছে। একের পর এক সিনেমা মুক্তি পেলেও সাফল্যের মুখ দেখেনি তা। ২০২৩ সালে ও এম জি২ এর মাধ্যমে ঘুড়ে দাঁড়াবেন সুপার খিলাড়ি এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু ঠিক এই সময়ই বিপাকে পড়েছে অক্ষয় পঙ্কজ ওএমজি টু ছবিটি সেন্সর বোর্ডের তরফ থেকে। সেন্সর বোর্ডের তরফ থেকে ওএনজি2 কে A শংসাপত্র দেয়া হয়েছে অর্থাৎ শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা এই ছবিটি দেখতে পারবেন।
অক্ষয় কুমার যে জীবনে এই প্রথম এ প্রাপ্ত কোন ছবি মুক্তি পেতে চলেছে। বাদ পড়েছে বেশ কয়েকটি দৃশ্য এই ছবি থেকে। যার মধ্যে একটিতে ছিল ফ্রন্টাল নুডিটি অর্থাৎ নাগা সন্ন্যাসীদের ফুটেজ প্রতিস্থাপিত করা হয়েছিল। বাদ পড়েছে ভগবানকে মদ উপস্থাপন করার ডায়লগও। খুবই নির্মাতাদের তরফ থেকে কনডমের যে বিজ্ঞাপন দেয়া হয়েছিল সেটাও বাদ দিয়ে দেওয়া হয়েছে।
এছাড়াও ইঁদুরের বিষ লেখা একটি বোতলের ইদুর লেখাটা সরিয়ে ফেলা হয়েছে। এছাড়াও বাদ গিয়েছে কোটরুমে বিচারকের সেলফি তোলা উজ্জয়ন শহরের উল্লেখ। খবর মিলেছে সব মিলিয়ে নাকি ২৫টিরও বেশি দৃশ্যবাদ পড়েছে। ওএমজি ২ তে ভগবান শিবের ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় তারপর থেকেই যথেষ্ট সতর্ক হয়ে গিয়েছেন সেন্সর বোর্ড।