জগমোহন রেড্ডি নবীন পট্টনায়কের পর এবারের চন্দ্র বায়ু নাইডু। বিজেপি দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ দিলে আবারও এক পুরনো বন্ধুর সমর্থন পেল। কেন্দ্রকে সমর্থন করার কথা ভেবে ঘোষণা করলেন টিডিপি সুপ্রিয়। তার ফলেই রাজ্য সভায় বিল পাস করানো নিয়ে যে সামান্যতম সংশয় ছিল তাও কেটে গেল।
টিডিপি সংসদ সংখ্যা তিন লোকসভায়। এবং রাজ্যসভায় এক। যদিও টিডিপির সমর্থন ছাড়াও দিল্লির বিল পাস করানো নিয়ে কোন সমস্যা হতো না। তবে চন্দ্রবাবু রাজনৈতিকভাবে মোদিকে সমর্থন করাটা বেশ তাৎপর্যপূর্ণ। মনে করা হচ্ছে অন্ধপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইন্ডিয়াতে প্রত্যাবর্তনের পথ শুভম করার জন্য কেন্দ্রকে সমর্থন করেছে।
জাতীয় রাজনীতি চৌহদ দিতে ১৯ এর বিপর্যয়ের পর আর দেখা যায়নি টিডিপি সুপ্রিমোকে। গত কয়েক বছর অন্ধ্রপ্রদেশের দলটিকে শক্তিশালী করার জন্য তিনি কাজ করেছিলেন। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে ফিরতে শুরু করলেন তিনি। আসলে তিনি বুঝে গিয়েছেন তার পক্ষে কেন্দ্রের বিরোধিতা করে রাজনীতি করা সম্ভব নয়।