টলিপাড়ার অন্তরে নানান ধরনের চর্চা চলে যা বাইরে থেকে অনেক সময় বোঝা যায় না। ঠিক সেই রকমই রূপসাগরের মনের মানুষ সিরিয়ালের নায়ক দেবায়ন ভট্টাচার্যের বাহ্যিক রূপ নিয়ে শুরু হয়েছিল চর্চা। রুকমার বিপরীতে এমন নায়ক কিভাবে হতে পারে? সিরিয়াল শুরু হওয়ার পর থেকেই ধীরে ধীরে জায়গা করে নিয়েছে দর্শকদের মনে নায়ক। একদিকে সেটে নায়ক নায়িকাদের ভিড়, অন্যদিকে রয়েছেন দেবায়ন।
কতটা মানিয়ে নিতে পেরেছেন দেবায়ন রুপ সাগরের মনের মানুষ সিরিয়ালের সেটে? বৃষ্টি পড়েছে এমন কি জল জমে গিয়েছে টলিপাড়ার দাসানী টু স্টুডিওতে। কিন্তু শিল্পীদের কল টাইমে আসতেই হবে কারণ ইউনিটের উপর চাপ থাকে মেগাসিরিয়ালের শুটিং শেষ করার জন্য প্রতিদিনের। ফ্লোরে ঢুকতে গেলেই শিল্পীদের মোবাইল সাইলেন্ট করে রাখতে হয় কারণ নইলে পরিচালকের শর্ট নিতে অসুবিধা হয় সেরকমই লুকমা ঢুকছিলেন ঠিক তখনই দেবায়ন ও তার মা চোখের জলে কান্নাকাটির একটি দৃশ্য করছিলেন।
শটের পরেও আবেগ ধরে রাখার জন্য এক কোনায় বসে থাকেন লিভারন তিনি জানান তার ক্যারিয়ারের প্রথম সিরিয়াল এটি। অনেক চেষ্টা করছেন নিজেকে তৈরি করার। এর পাশাপাশি তিনি জানা তার সিনিয়ররা তাকে অনেক সাহায্য করছেন। এই ধারাবাহিকের মাধ্যমে অঞ্জনা এক বছর পর আবারও কাজে ফিরেছেন তার অস্ত্রোপচারে পড়ে।