মনিপুর সফরের দ্বিতীয় দিনে বিরোধী জোট ইন্ডিয়া সাংসদরা রাজ্যপাল অনুসূয়া উইকের হাতে স্মারকলিপি তুলে দিয়েছেন। বিরোধী শিবিরের ২১ সাংসদ এই দিন সকালে মনে করে রাজ্যপালের সঙ্গে গিয়ে দেখা করেন। তাদের স্মারকলিপিতে রীতিমতো ঝাঁঝালো বাসায় বিজেপিকে তোর দাগা আছে।
তাতে লেখা আছে মণিপুরের অবস্থা ক্রমশ ভয়ংকর থেকে ভয়ংকর তর হয়ে উঠছে। সেখানে দাবি করা হয়েছে মনিপুরের ত্রাণ শিবির অত্যন্ত অস্বাস্থ্যকর। এক একটা বড় ঘরে 400 থেকে 500 জনকে রাখা হচ্ছে। রাজ্য সরকার শুধু চাল আর ডাল দিচ্ছে ছোটদের খাওয়ার জন্য কিছু নেই। প্রধানমন্ত্রী যেভাবে মমতা নিয়েছেন তাতে বোঝাই যাচ্ছে মণিপুর নিয়ে তার একদমই মাথা ব্যাথা নেই।
প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন,” আমরা রাজ্যপালকে মনে পড়ে দুরবস্থার কথা জানিয়েছি। উনিও আমাদের সঙ্গে সহমত। রাজ্যপাল ও চান সবার সঙ্গে কথা বলুক প্রধানমন্ত্রী। বিরোধী দল নেতাদের মতে মণিপুরের অবস্থা যেন আবারো আগের মতন ফিরে আসে, খুব জলদি তার জন্য সরকারের কোন পদক্ষেপ নেওয়া উচিত।