রাজ্য সভাপতির পদ খোওয়ানোর পর দিলীপ ঘোষ কে সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছিল। কিন্তু এবারের সেই পদ ও খোয়ালেন দিলীপ। তিনি এখন শুধুই মেদিনীপুরের সাংসদ। শনিবার সকালে নাড্ডা বিজেপির নতুন কমিটি ঘোষণা করেছে যেখানে দিলীপের নাম নেই। এবারে বিজেপি তরফ থেকে দিলীপ ঘোষ কে সরানো হলো।
বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে চলছিল দিলীপ ঘোষ কে তার পদ থেকে সরানোর। বিজেপি শিবির বলছে অনেকদিন ধরেই দিলীপকে নিয়ে দলের মধ্যে অসন্তোষ চলছিল। অনেকেরই মন্তব্য তিনি দলের শাসন মানছিলেন না। আর সেই কারণে এটা একটা শাস্তি মূলক পদক্ষেপ। দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,” আমি এখনো কোনো চিঠি পাইনি। তবে আমি শুনেছি যে, দলের সাংসদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। সেটা লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই।”
তবে পুরোপুরি ঠিক নয় দিলীপের দাবি। সর্বভারতীয় সহ-সভাপতি পদে রয়েছেন আরও তিনজন। নতুন কমিটিতে সবচেয়ে বড় বদল দিলীপের অপসারণ। এখনো পর্যন্ত রাজ্য নেতৃত্ব এই নিয়ে চুপ। রাজু বিজেপিতে রাজ্য পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা নির্বাচনে সেরা ফলাফল পড়া নিরিখে রয়েছে দিলীপ ঘোষ।