বিদ্বজ্জনদের একাংশ পঞ্চায়েত নির্বাচনে হিংসা এবং মৃত্যুর অভিযোগে মুখ্যমন্ত্রীকে দায়ী করে খোলা চিঠি পাঠিয়েছেন। গত ২০ শে জুলাই এর সেই চিঠিতে সই ছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের। সেই ঘটনার ৭২ ঘণ্টা পরেই অভিনেতা অনির্বাণকে দেখা গেল ধনধান্য পরীক্ষা গৃহে মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে।
গত বৃহস্পতিবার এর সেই চিঠিতে অপর্ণা সেনসহ বিশিষ্টদের চিঠিতে সই ছিল। আর তাদের মধ্যেই সই ছিল অনির্বাণেরও। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সেই চিঠিতে লেখা ছিল,” গত ৩৭ দিনে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে প্রাণ হারিয়েছেন মোট ৫২ জন। বহু মানুষ নিখোঁজ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি এই দায় কোনভাবেই অস্বীকার করতে পারেন না। এই অজগতের দায়িত্ব মূলত পশ্চিমবঙ্গ সরকারের।”
এই চিঠির ঠিক তিনদিন পরে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত উত্তম কুমারের স্মৃতিচারণায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। তাকে মহানায়কের সম্মানে ভূষিত করা হয়েছে। এই কারণেই তাকে অনেকেই ভন্ড বলে কটাক্ষ করছেন। যদি অভিনেতা এর মধ্যে ভন্ডামীর কিছু দেখছেন না তিনি জানিয়েছেন তার সায় ছিল বলে সেই চিঠিতে তিনি সই করেছিলেন। তার বক্তব্য তাকে মানুষ ভালোবেসেছে বলেই এই পুরস্কার তিনি পেয়েছেন।