রকি অর রানি কি প্রেম কাহানি ছবির ট্রেলারে, আলিয়া ভাটের মুখে খেলা হবে স্লোগান শুনে বেশ আনন্দিত হয়েছিলেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য।। কিন্তু রিলিজের আগে কাঁচি দিয়ে ছাটাই হওয়ায় প্রশ্ন তুললেন তৃণমূল নেতা সেন্সর বোর্ড সহ মোদিকে। তার প্রশ্ন কাশ্মীর ফাইল কেরালা স্টোরির মতো সিনেমা ছাড়পত্র পেলে খেলা হবে স্লোগানে কেন কাঁচি পরল।
শেষ মুহূর্তে করন জোহারের এই ছবিতে পাঁচটি দৃশ্যে কাঁচি পড়েছে সেন্সর বোর্ডের তরফ থেকে। শুধু খেলা হবে স্লোগানই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও বাতিল করা হয়েছে। দেবাংশুর বক্তব্য যেখানে কাশ্মীর ফাইল কেরালা শরীরর মতো ছবিগুলিতে হিন্দু মুসলিমের দ্বন্দ্ব খুব সাবলীলাক্রমে রিলিজ হয়ে যাচ্ছে সেখানে সামান্য খেলা হবে স্লোগানটি মুছে ফেলা হচ্ছে কেন? আসলে আদিপুরুষ রিলিজের পর থেকেই সেন্সর বোর্ড নড়েচড়ে বসেছে।
করণ জোহার পরিচালিত রকি অর রানি কি প্রেম কাহানি ছবিটিতে দুই ভিন্ন ধর্মী প্রেমিক-প্রেমিকা এক হওয়ার গল্প যেখানে রণবীর সিং পুরোদস্তুর এক পাঞ্জাবী ছেলে সেখানে আলিয়া ভাট একজন বঙ্গ সন্তান। সিরিওটাইপ বঙ্গ সংস্কৃতি দেখাতে গিয়ে রবি ঠাকুরের শরণাপন্ন হয়েছিলেন পরিচালক। আর সেখানেই ঘটে গিয়েছিল বিপত্তি। বাঙালি দর্শকের নেটিজেনদের একাংশ একেবারে রে রে করে উঠেছিলেন। সেন্সর বোর্ড সেই দৃশ্যে আপত্তি জানিয়ে বাদ দিয়ে দেওয়ার কথা বলেছে।