নেতাজী সুভাষচন্দ্র বোস স্বপ্নে দেখা দিয়েছিলেন। তিনি এসে জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদে পড়তে পারেন। আর সেই স্বপ্ন দেশ অনুযায়ী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন সেই ব্যক্তি। পুলিশের সূত্রের খবর আর সেই ব্যক্তিকে আটক করা হয়েছে।
একুশে জুলাই সমাবেশের আগেই গ্রেফতার হন মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশে ঘোরা সেই ব্যক্তির নূর আমিন। আর গাড়ি থেকে বেশ কিছু কাগজপত্র এবং আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নেতাজী সপনা দেশ অনুযায়ী তিনি দেখা করতে যেতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। কিন্তু সাক্ষাৎ হওয়ার আগেই তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি সেই ব্যক্তি ভারসাম্যহীন সেই ব্যক্তি কি সত্যিই ভারসাম্যহীন তা জানতে তদন্ত করছে চিকিৎসকেরা।
পুলিশের সূত্র খবর পাওয়া গিয়েছে নূরের গাড়ির ফ্লোর ম্যাটের নিজ থেকে কুকির উদ্ধার হয়েছে। শনিবার তাকে আদালতে পেশ করা হয় সেখানে তার স্ত্রী জানিয়েছেন তার স্বামী ভারসাম্যহীন তাকে প্রতিনিয়তই চিকিৎসা করানো হয়। ব্যবসার কাজে শুক্রবার তিনি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। তবে ঠিক কি কারনে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে চলে গেলেন তা এখনো জানা যায়নি।