পঞ্চায়েত ভোটের হিংসা প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দপুর জানিয়েছিলেন একজন রাজ্যপালের যা কর্তব্য তিনি তাই করবেন। এই বলার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই তিনি চললেন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। তবে কি পঞ্চায়েত পরবর্তী রিপোর্ট জমা দিতেই তিনি রাজধানীর উদ্দেশ্যে যাত্রা দিয়েছেন?
শনিবার পঞ্চায়েত ভোটের দিন সকাল থেকেই খুবই সরব ছিলেন রাজ্যপাল। প্রত্যেকটা ভোটের বুথে তিনি গাড়ি থেকে নেমে পরিদর্শন করেছেন। এমনকি ভোটারদের কথাও তিনি নিজে গিয়ে শুনেছেন। ভোটের দিন চারিদিকে হিংসা মারামারি খুন-খুনি দেখা গিয়েছে। মোট ১৯ জন মারা গিয়েছে এই ভোটের দিন। এ প্রসঙ্গে রাজ্যপাল বলেছেন ভোট বুলেটে নয় বেলেটে হওয়া উচিত।
ভোট ঘোষণার পর থেকেই রাজ্যপাল এবং নির্বাচন কমিশনের সংবাদ প্রকাশে এসেছিল। ভোট ঘোষণা পর থেকে বাংলায় যে সংঘাত দেখা গিয়েছে তা নিয়ে রাজ্যপালকে বারবার অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে। সেজন্যই তিনি নিজে বারবার অসন্তোষ প্রবণ এলাকায় ছুটে গিয়েছেন। রাজভবনে পিস রুম খুলেছেন।