পঞ্চায়েত ভোটেকে ঘিরে সকাল থেকেই উত্তপ্ত বাংলার আবহাওয়া! মনোনয়নের দিন থেকেই শুরু হয়েছে ঝামেলা। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত গোলাগুলি ও বোমাবাজি খবর পাওয়া যাচ্ছে।
তার মাঝেই আবার রয়েছে বিভিন্ন দলের কর্মীদের প্রতি নানা হিংসাত্মক ঘটনার খবর।
তবে এবার সূত্র মারফত জানা যাচ্ছে, জ্যাংড়ায় ভোট শুরুর আগেই চালানো হলো বুথ দখলের চেষ্টা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, সিপিএম ও বিজেপির এজেন্টদের মেরে বের করে দেওয়া হলো বুথ থেকে। এরপরই ভাঙচুর চালানো হয় বুথের মধ্যে, তারপর ঝোপে ফেলে দেওয়া হয় ব্যালট বাক্স। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান সিপিএম ও বিজেপি কর্মীরা। পরে উদ্ধার করা হয় ব্যালট বাক্স।
উল্লেখ্য বিগত কয়েক দিন ধরেই রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের বিভিন্ন হিংসাদীর্ণ এলাকা পরিদর্শন করেছেন। রাজ্যপালের মতে হিংসার ঘটনা ঠেকাতে ব্যর্থ হয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ। যাইহোক, এই পরিস্থিতিতে বাকি নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়াই এখন প্রশাসনের চ্যালেঞ্জ।