অনেক আগেই ইতি হয়ে গিয়েছিল লোকসভায় সাংসদ পদ পাওয়া। এইবারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সামনে তৈরি হল জেলে যাওয়ার এক সম্ভাবনা। গুজরাটের সুরত আদালত ম্যাজিস্ট্রেট ২৩ শে মার্চ রাহুলকে অপরাধমূলক মানহানির মামলায় দোষী সাব্যস্ত করেন। কুড়ি এপ্রিল তার মামলা আরো বেড়ে যায় এবারে সেই মামলায় সায় দিল গুজরাট হাইকোর্ট শুক্রবার।
সুরাত ও ম্যাজিস্ট্রেট আদালত অপরাধমূলক অবমাননা মামলায় দোষী সাব্যস্ত রাহুলের জেলের যে সাজা দিয়েছিল তার অপুর স্থগিতাদেশ চেয়ে এই আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছেকর বেঞ্চ। এর ফলে রাহুল ফিরে পাচ্ছে না সাংসদ পদ। ২০২৪ এর লোকসভা ভোটের প্রতিদ্বন্দ্বিতা নিয়েও সংশয় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আবার জেনে যাবার আশঙ্কাও দেখা দিয়েছে।
আবেদন শুনানির জন্য নথিভুক্ত হয়েছিল বিচারপতি বিচারপতি গীতা গোপীর বেঞ্চে। কিন্তু হঠাৎ করে গোপী এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন। এই মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতি কাছে পাঠানোর জন্য তিনি নির্দেশ দেন। প্রাথমিক শুনানির পরে সাজা প্রাপ্ত রাহুলের জামিন বহাল রেখেছিলেন বিচারপতি। কিন্তু রায়ের উপর স্থগিতাদেশ দেননি শুক্রবার দিন বিচারপতি রাহুলের সাজার উপর কোন স্থগিতাদেশ না দেওয়ায় অনেক আইনি বিশেষজ্ঞ মনে করছেন রাহুলকে এবারে সুপ্রিম কোর্টের দারস্ত হতে হবে।