পশ্চিমবঙ্গ

লক্ষ্মীর ভান্ডারকে আগে ভিক্ষা বলতেন, এখন দেবতার প্রসাদ! বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন অভিষেক

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মঙ্গলবার পঞ্চায়েত ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ে গিয়ে সরকারি প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে বিরোধীদল বিজেপিকে কটাক্ষ করে বললেন, “এতদিন যা ছিল ভিক্ষাতুল্য, এখন তা একেবারে ভগবানের প্রসাদ”। তবে এর আগে তিনি পুরুলিয়ায় গিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলিকে এই প্রকল্প নিয়ে কটাক্ষ করেছিলেন কিন্তু এবার সেটা একেবারে অন্য।

নারায়নগড়ের সভায় গিয়ে অভিষেক বলেন, “যে লক্ষীর ভান্ডার চালু হওয়ার পর বিজেপি বলেছিল, মাসে ৫০০ টাকা ভিক্ষা দেওয়ার মতো, সেই নেতারাই এখন বলছেন, তাঁরা ক্ষমতায় এলে ৫০০র বদলে ২০০০ টাকা করে দেবেন। সেই ভিক্ষাতুল্য প্রকল্প এখন ভগবানের প্রসাদের মতো। তাই তা নিয়ে এসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তাহলেই বুঝে দেখুন কেমন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন”।

এই লক্ষীর ভান্ডার প্রকল্পকে হাতিয়ার করে বিজেপি রাজ্য সভাপতি থেকে বিরোধী দলনেতা সকলেই পঞ্চায়েত নির্বাচনের প্রচার করছেন। আর এই প্রসঙ্গকে টার্গেট করে অভিষেক পুরুলিয়ার সভায় গিয়ে বললেন, “মোট ১২ টি রাজ্যে এখন বিজেপি ক্ষমতায়। ২০০০ টাকা নয়, একটি রাজ্যে ৫০০ টাকা করে দিয়ে দেখান কোনও মুখ্যমন্ত্রী। আমি রাজনীতি ছেড়ে দেবো”। তারপর তিনি পুরুলিয়ার সভা শেষ করে তমলুকে একটি রোড শো করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.