বিনোদন

ফ্রান্সের পরিস্থিতি সামলাতে পারেন একমাত্র যোগী! সোশ্যাল মিডিয়ায় আদিত্যনাথ ঝড়

কেবলমাত্র যোগিয় আদনাতের উপরেই ভরসা শুধু দেশে নয় বিদেশেও। নেট দুনিয়ায় এমনটাই দাবি উঠেছে চারিদিকে। বলা হচ্ছে ফ্রান্সে বেড়ে চলা এত অশান্তি একমাত্র উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ঠিক করতে পারেন। সেই বক্তব্যের উত্তরও মিলেছে যোগীর দপ্তর থেকে, কী বলেছেন শুনে নেওয়া যাক।হিন্দুদের শাস্ত্রে বলা হয় দুনিয়া পাপে পরিপূর্ণ হলে অবতারের আবির্ভাব হয়। এবার প্রায় তেমনি সুরে সায় দিল যোগীর নিজের দপ্তরও। উত্তরপ্রদেশে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য মহারাজজি এই মডেল তৈরি করেছেন।

সম্প্রতি অশান্তির জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে ফ্রান্সে। রাজধানী প্যারিস এর কাছেই ট্রাফিক আইন ভাঙ্গার অভিযোগে ১৭ বছরের তরুণকে ফরাসি পুলিশ গুলি করে হত্যা করে বলে অভিযোগ। আর তারপর থেকেই ফ্রান্সের বিভিন্ন জায়গায় হিংসা ছড়িয়ে পড়েছে। প্রায় ৫০০টি সরকারি ভবনে হামলা হয়েছে এবং প্রায় ৩০০ পুলিশ আধিকারিক আহত হয়েছেন।

তবে এই হিংসায় অভিযুক্ত ৯০০ জনকে গ্রেপ্তার করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এই পরিস্থিতিতে একজন টুইটার ব্যবহারকারী টুইটে লিখেছেন, হিংসা থামানোর জন্য যোগী আদিত্যনাথকে ফ্রান্সে পাঠানো হোক। তিনি ২৪ ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান করে দেবেন। তবে এই টুইটারের সত্যতা নিয়ে নেট দুনিয়ায় বিতর্ক শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.