ধারাবাহিক ‘মিঠাই’ এবং ‘মেয়েবেলা’ ইতিমধ্যেই শেষ হয়েছে, এবং গুঞ্জন রয়েছে যে ‘সোহাগ জল’-ও শীঘ্রই শেষ হবে। নতুন অনেক সিরিয়াল তৈরি না হওয়ায় টিভি চ্যানেলগুলো পুরোনো সিরিয়ালের ওপর নির্ভর করছে। যশ-মধুমিতার ‘বোঝেনা সে বোঝেনা’ আবার প্রচার হবে।
“বোঝেনা সে বোঝেনা” শুরু হয়েছিল প্রায় দশ বছর আগে ২০১৩ সালে স্টার জলসায়। বদরাগী অরণ্য সিংহ রায় এবং কিউট পাখি ঘোষ দস্তিদারের প্রেমের সম্পর্ক বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বলতে গেলে যশ ও মধুমিতার ক্যারিয়ারের সাফল্যের বেশ কিছুটা কৃতিত্ব এই ধারাবাহিকের।
প্রসঙ্গত, বর্তমানে ‘অনুরাগের ছোঁয়া’ টিআরপি তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ ও ‘জগদ্ধাত্রী’। বাকি সিরিয়াল গুলির অবস্থানের খুব একটা হেরফের হয়নি। এখন ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’, ‘বোঝেনা সে বোঝেনা’-র মতো পুরনো সিরিয়াল চ্যানেলের TRP কতটা বজায় রাখতে পারবে সেটাই দেখার।