পশ্চিমবঙ্গ

রানীনগরে চরমে উত্তেজনা! তৃণমূল নেতার বিরুদ্ধে কংগ্রেস কর্মীদের কোপানোর অভিযোগ

মুর্শিদাবাদের রাণীনগরে উত্তেজনা থামার নামই নেই। কংগ্রেস কর্মী শাসক দলের বিরুদ্ধে অভিযোগ এনে এক ফেসবুক পোস্ট করেছিলেন। তার অভিযোগ এই কারণেই রাস্তার মধ্যেই চড়াও হন স্থানীয় তৃণমূল নেতা। গুরুতরভাবে যখন অবস্থায় ওই কংগ্রেস কর্মীকে মুর্শিদাবাদের মেডিকেল কলেজে ভর্তি হতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই রবিবার মুর্শিদাবাদের রানীনগরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সমাজ মাধ্যমে শাসক দলের বিরুদ্ধে লেখালেখি করার জন্য তার বিরুদ্ধে চড়াও হয় এমনটাই অভিযোগ করেছেন তিনি। তিনি রবিবার সকাল আটটা নাগাদ চিনময় মন্ডলের বাড়ির সামনের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। আচমকাই সেই সময় তাকে আক্রমণ করা হয় বলে তার অভিযোগ। শাসনদলের কয়েকজন তাকে ঘিরে ধরে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য সরবিন্দু তাকে ফেলে হাসুয়া দিয়ে কোপাতে থাকে। শুধু তাই নয় তিনি মাটিতে লুটিয়ে পড়ার পরে তাকে পিস্তলের বাট দিয়ে বুকে আঘাত করা হয়।

স্থানীয়রা আহত কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার শারীরিক অবস্থা অবনতির জন্য তাকে মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল থেকে সরবিন্দু বলেন বিধবা দলিত মহিলার নামে ঘর এলো তাদের ব্যাংক একাউন্ট থেকে সমস্ত টাকা হাতিয়ে নিচ্ছে। তিনি তারই প্রতিবাদ করছিলেন তাই তাকে এইভাবে মার খেতে হল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.