রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে টাকা নিয়ে টিকিট বিক্রি করার অভিযোগ ওঠায় পদত্যাগ করেছিল মালদা জেলা তৃণমূলের ৫৬ সদস্য সংখ্যালঘু শাখা। এবারের সেই সংখ্যালঘু শাখার চেয়ারম্যান জানিয়ে দিল তিনি দলের সঙ্গে আর কোন সম্পর্ক রাখবেন না। শুধু নজরুলই নয় তার বহু অনুগামী ও সব সম্পর্ক ছিন্ন করেছেন দলের সঙ্গে।
শুক্রবার দুপুরে নজরুল মালদায় প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন। তিনি বলেন,”যেভাবে গোটা জেলায় দল পরিচালিত হচ্ছে তাতেই দলেরার অস্তিত্ব থাকবে না। এরপর আশা দিয়ে হাঁটলে মানুষ ডাকবে চোর বলে।” এরপরেই নজরুল সাবিনার বিরুদ্ধে অভিযোগ তুলে বলে,” পঞ্চায়েত ভোটে টাকার বিনিময় প্রার্থী দেওয়া হয়েছে। তার প্রতিবাদেই দলত্যাগের ঘোষণা করছি।”
যদিও এ ব্যাপারে একদমই গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব। জেলা সভাপতি আব্দুর রহিম বকশি বলেন,” গ্রামের মানুষ নজরুল বাবুদের চাইনি। তাই প্রার্থী হতে পারেনি, তাই প্রার্থী হতে না পারায় দল ছেড়ে দিয়েছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বা দলকে ভালোবাসে না।”