মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক বৈঠকের আগেই ঘরোয়া আলোচনায় বিজেপি বিরোধী বৈঠকে নেমে পড়লেন। বিজেপিকে রুখতে একের পর এক প্রার্থীর বক্তব্য পছন্দ হল সেই প্রসঙ্গে বিরত থাকলেন। অন্যদিকে আবার কেন্দ্রীয় সরকারের অধ্যাদেশের প্রশ্নে কংগ্রেসসহ বিরোধী দলনে তারা তাদের পাশে না থাকলে বিরোধী বৈঠক থেকে বেরিয়ে আসার হুঁশিয়ারি শুনিয়ে দিলেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।
তবে কংগ্রেসকেও মুখ খুলতে হলো আপের হুশিয়ারির জবাবে। এর পাশাপাশি আবার পাটনায় পৌঁছে আর যেটি নেতা লালু প্রসাদ যাদব এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে আলাদা বসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিক আলোচনা সেড়ে রাখলেন। এর পরবর্তীকালে ঠিক হয়েছে মুখ্যমন্ত্রী নির্দেশ কুমারের বাসভবনে অ বিজেপি দল বলে শীর্ষ বৈঠক বসবে শুক্রবার দিন। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মেয়র ফিরাধ হাকিমকে নিয়ে বৃহস্পতিবার পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাঠনায় সন্ধ্যেবেলায় নীতিস মমতার সঙ্গে দেখা করেছেন।
বৈঠকের আগে তৃণমূল নেত্রী দাস গোপন করে রেখে কৌশলে অবস্থান নিচ্ছেন, যখনই আপ এই কথা ঘোষণা করেছেন। আপ সূত্রে বলা হয়েছে কংগ্রেস এবং বাকিরা সমর্থন না করলে বৈঠকে থাকবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে কি কেজরিওয়াল পার্টনার বৈঠকে আসবেন না? যদিও তারা নতুন করে আর মুখ খোলেননি।