তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার থেকেই পঞ্চায়েত ভোটের পুরোদমে প্রচার শুরু করে দিয়েছে। রাজেশ শাসক দল গ্রামের ভোটে একেবারে তৃণমূল স্তরে পৌঁছে যেতে একাধিক কর্মসূচি নিচ্ছে। যার প্রথম ধাপে জেলায় জেলায় মোট ৫৮ জন সুবক্তাকে তাকে পাঠানো হয়েছে। তৃণমূল সূত্র মারফত খবর একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে এই স্পেশাল ৫৮ দিয়ে তৃণমূল।
সদ্যই তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচি শেষ করেছেন। এই আটান্ন জন নেতা অভিষেকের ধাঁজেই গ্রামে গ্রামে গিয়ে চায়ের দোকানে আড্ডা জন মানুষের বাড়িতে গিয়ে কর্মসূচি নেবে। যদি প্রয়োজন পড়ে, তাহলে সেই জেলায় বড় জনসভাও করতে পারেন তারা। সূত্রের মারফত খবর এই কর্মসূচি হবে দুই পর্যায়ে। ২২ থেকে ২৮ শে জুন পর্যন্ত এই কর্মসূচি প্রথম পর্যায়ের হবে। প্রথম পর্যায়ে দক্ষিণবঙ্গের মোট ১৬ টি জেলা বাছা হয়েছে। সেই তালিকায় উত্তর দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মতন জেলা রয়েছে।
হেভি ওয়েট নেতাদের মধ্যে কুনাল ঘোষ যাবেন পূর্ব মেদিনীপুরে, ফিরহাদ হাকিম যাবেন মুর্শিদাবাদ মালদাহে অরূপ বিশ্বাস যাবেন জলপাইগুড়িতে। এছাড়াও বিভিন্ন জেলায় মলয় ঘটক স্নেহাশীষ চক্রবর্তীরাও যাবেন বিভিন্ন জেলায়। সেখানে গিয়ে তারা জনসাধারণের কাছে তুলে ধরবেন কি করে এই রাজ্যকে কেন্দ্র আর্থিক দিক থেকে বঞ্চিত করছে। বৃহস্পতিবার থেকে দলের আরেকটি কর্মসূচি শুরু হয়েছে যার নাম গ্রামের পাশে মহানগর। আমজনতার কাছে দলীয় বার্তা পৌঁছে দিয়ে হাওড়া ও শিয়ালদাহে জনসভা করবেন তৃণমূল নেতারা।