সম্প্রতি “সির্ফ এক বান্দা কাফি হ্যায়” ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে মনোজ বাজপেয়ীকে, তুখর আইনজীবী চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে সাড়া ফেলে দেন তিনি। আগে অবশ্য ২০০১ সালে রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত “আক্স” ছবিতে অভিনয় করেও শোরগোল বাধান অভিনেতা। ওই ছবিতে মনোজ অভিনয় করেছিলেন “রাঘবন” নামক চরিত্রের ভূমিকায় , যে অন্যায়ের সাথে আপোষ না করে আইন তুলে নিত নিজের হাতে, এমনকি হত্যা করতেও বাধতো না তার।
চরিত্রটি আয়ত্ত করতে ছয় সাত মাসের বেশি সময় লেগেছিল মনোজের। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিস্টোফার নোলান পরিচালিত “দ্য ডার্ক নাইট” ছবির কালজয়ী চরিত্র “জোকার”-এর সাথে তুলনা করেন “রাঘবন” চরিত্রটিকে। আর দাবি এরকম চরিত্র বলিউডই প্রথম তুলে ধরেছে দর্শকদের সামনে। এ বিষয়ে কোন কুণ্ঠা ছাড়াই তিনি গর্ববোধ করেন।
প্রসঙ্গত, নোলানের ছবির পাঁচ সাত বছর আগেই মুক্তি পেয়েছিল “আক্স”। জোকার চরিত্রটিতে অভিনয় করেছিলেন হিথ লেজার, তবে শেষ পর্যন্ত এক মর্মান্তিক পরিণতি হয়েছিল তার। চরিত্র কি থেকে বেরিয়ে আসতে অক্ষম হয়ে পড়েন অভিনেতা এবং এর জেরেই অবসাদগ্রস্ত হয়ে, মাত্র ২৮ বছর বয়সে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। উল্লেখ্য, দেবাশিস মাখিজার আসন্ন ছবি “জোরাম”-এ অভিনয় করতে দেখা যাবে মনোজ বাজপেয়ীকে।