বিনোদন

টিআরপির শীর্ষ তালিকা থাকা সত্ত্বে কেন বন্ধ হতে চলেছে “মেয়েবেলা”?

স্লট বদলেও হলো না শেষ রক্ষা। শেষ হচ্ছে ‘মেয়েবেলা’, আগামী ১৫ই জুন প্রযোজনা সংস্থা সুরিন্দর ধারাবাহিকটির শুটিং শেষ করার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ মেনে একদিন আগেই শেষ হলো ‘মেয়েবেলা’র শুটিং। মাত্র ৫ মাস কাটতে না কাটতেই অবসান ঘটল স্টার জলসা এই ধারাবাহিকের।

শোনা গেছে সিরিয়ালটি প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের সাথে চ্যানেলের অভ্যন্তরীণ মতবিরোধের ফলেই এটি শেষ হচ্ছে। যেকোনো চ্যানেলের প্রাইম স্লট ৭টায়, সেই স্লটেই এতদিন দেখানো তো এই ধারাবাহিক, তবে হঠাৎই স্টার জানিয়েছে এটিকে সরাতে হবে পাঁচটার স্লটে। কিন্তু ওইসময় দেখাতে আগ্রহী নন সুরিন্দর। উপরন্ত চ্যানেল থেকে দেওয়া হয়নি রিপিট টেলিকাস্ট এর জন্য কোন স্লট। এইসব নিয়েই চ্যানেলের সাথে বিবাদ লাগে প্রযোজনা সংস্থার।

আগামী ২৩ শে জুন, পর্দায় শেষবারের মতো সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। উল্লেখ্য গত এক মাস ধরেই জল্পনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল ‘মেয়েবেলা’। তার মধ্যে আবার ‘বিথী মাসি’র চরিত্র থেকে সরে যান রূপা গঙ্গোপাধ্যায়। তারপর থেকেই কমতে থাকে ‘মেয়েবেলা’র টিআরপি। যদিও সে প্রভাব কিছুটা কাটিয়ে উঠে ধারাবাহিকটি তবে এত বিগ বাজেটের ধারাবাহিক টাইম স্লট ছাড়া চালাতে চান না নির্মাতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.