রাজ্য সরকার ও রাজভবনের দোটানার মধ্যে পড়তে হলো অস্থায়ী উপাচার্যদের যাতে বেতন এবং ভাতা বন্ধ, শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনো রকম আলোচনা না করে রাজ্যপাল যাদেরকে সরাসরি নিয়োগ করেছেন। রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর থেকে নির্দেশ যায় ওইসব উপাচার্যদের নিয়োগ বেআইনি। তারা এই বেতন এবং ভাতা পাবে না দু দফায় ১৪ জন উপাচার্য নিয়োগ করেছেন। রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
রাজ্যের শিক্ষা মন্ত্রী প্রাপ্ত বসু রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরে আগেই জানিয়েছিলেন যেসব উপাচার্যদের নিয়োগ হয়েছে তাদের স্বীকৃতি দিচ্ছে না। বেআইনিভাবে যাদের নিয়োগ করা হয়েছে তাদের সরিয়ে দেওয়া হোক। একজন ছাড়া বাকি সকলেই অস্থায়ী উপাচার্যের পদে যোগ দিয়েছেন। এই বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হবে।
রাজ্যপাল শিক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনা না করে তিনটি বিশ্ববিদ্যালয় অস্থায়ী উপাচার্যের পদে নিয়োগ করেছেন। তারপরে আবার একইভাবে নিয়োগ করেছেন ১১ জনকে। উচ্চশিক্ষা দপ্তর থেকে বিশ্ববিদ্যালয় গুলি কে পাঠানো চিঠিতে বলা হয়েছে রাজ্যপাল কখনোই এভাবে নিয়োগ প্রক্রিয়া করতে পারেন না। উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমে এগুলি করতে হয়। তাই উচ্চশিক্ষা দপ্তর ওই উপাচার্যদের বৈধ বলে মানছেন না। ঠিক তার জন্যই বরাদ্দ ভাতা এবং বেতন দিতে পারছে না।রাজ্য সরকার এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।