কিছুদিন ধরেই আমজনতা ভুগছেন লোডশেডিং এর জ্বালায়। তাদের সমস্যার কথা ভেবেই বিদ্যুৎ ভবনে হাজির হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তুলে ধরলেন কেন এই লোডশেডিং হচ্ছে। তার নিশানায় রাজ্য।
বঙ্গবাসী গত কিছুদিন ধরে তাপও প্রবাহে নাজেহাল। এই গরমে ঘর থেকে বেরোনো রীতিমত কষ্টকর ব্যাপার তার ওপর আমার বাড়িতে লোডশেডিং। এই গরমের মধ্যে লোডশেডিং হওয়ায় নানান জায়গায় সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। রাজ্যবাসীর কথা মাথায় রেখে সোমবার বিকেলে শুভেন্দু অধিকারী হাজির হন বিদ্যুৎ ভবনে সঙ্গে ছিলেন অগ্নি মিত্রা পাল তাপসী মন্ডল সহ আরো অন্যান্য অনেকেই। সেখানেই শুভেন্দু অধিকারী আধিকারিকদের সঙ্গে কথা বলেন। কেন এত লোডশেডিং হচ্ছে?
তারপরেই শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বললেন, ” প্রতিদিন বিদ্যুতের ঘাটতি হচ্ছে।আসলে পাওয়ার জেনারেশন বন্ধ রাজ্যে। কয়লা কিনতে পারছে না এই সরকারের আমলে কোন নতুন পাওয়ার স্টেশন তৈরি হয়নি।” যার ফলে ভুগতে হচ্ছে অনেক সাধারণ মানুষকে।