প্রায় দশ বছর আগে ছবি তৈরির পরিকল্পনা করেছিলেন। ঠিক সেই মতোই লেখকের থেকে গল্প হাতে আসে ২০১৩ সালে। কিন্তু তারপরে পরিচালক ইন্দ্রাশিষ আচার্য পরিচালিত নীহারিকা মুক্তি পেতে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। এই ছবির ঝড় সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবিতে রয়েছে অনিন্দ্য সেনগুপ্ত, অনুরাধা মুখোপাধ্যায়, শিলাজিত মজুমদার, মল্লিকা মজুমদার প্রমূখ।
পরিচালক ইন্দ্রাশীষ এই গল্পটি পরিচালনা করেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা ভয় গল্পটির ওপরে অনুপ্রাণিত হয়। কিন্তু ছবিটি মুক্তি পেতে এত দেরি কেন হল উত্তর ইন্দ্রাশিষ বললেন,” প্রথমে ছবিটি প্রযোজনা করতে কেউ রাজি হচ্ছিলেন না। তারপর আমি নিজে প্রযোজনা করবো বলে ঠিক করি। একজনের থেকে কিছুটা সাহায্য পেয়ে আমরা বিহারে ছবির শুটিং শুরু করি। সেটা দেখার পর অনেকেই এই ছবিটির পাশে দাঁড়াতে রাজি হয়।”
সাধারণত যে কোন ছবির পিছনে দুই থেকে তিনজন প্রযোজনা করে থাকেন কিন্তু ইন্দ্রশিসের এই ছবিতে প্রযোজনা করেছেন মোট 17 জন। শীত গ্রীষ্ম বর্ষা ৯ মাস এক করে এই ছবির শুটিং সেড়েছেন। তার কথায় টালিগঞ্জের কেউই তার পাশে দাঁড়ান না, তার সাথে কথা পর্যন্ত বলেন না। অন্য কিছু মানুষ এসে তার পাশে দাঁড়িয়েছেন তার কাছে এটাই অনেক। জুলাই মাসে দেশে নীহারিকা মুক্তি পাওয়ার কথা রয়েছে। এখনো পর্যন্ত আটটি চলচ্চিত্র উৎসবে নীহারিকা প্রদর্শন করা হয়েছে।